1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
১৮ কোটিতে বিক্রি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ - Nadibandar.com
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ১১৫ বার পঠিত

প্রায় ১৮ কোটি টাকায় (১৭ কোটি ৯০ লাখ) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের টিভি রাইটস বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বতন্ত্র এক নিলাম থেকে এ স্বত্ব কিনে নিয়েছে ব্যান টেক নামক প্রতিষ্ঠান।

গত মাসে টিভি স্বত্ব বিক্রির জন্য নিলামের আহ্বান করেছিল বিসিবি। সেখানে তারা ভিত্তিমূল্য ঠিক করে দিয়েছিল ১২ কোটি ৬০ লাখ টাকা। নিলামের পর এটি গিয়ে ঠেকেছে ১৭ কোটি ৯০ লাখ টাকায়। অর্থাৎ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পুরো সিরিজটি সম্প্রচার করতে বিসিবিকে ১৭ কোটি ৯০ লাখ টাকা দিচ্ছে ব্যান টেক।

বর্তমান মহামারি পরিস্থিতিতে এত চড়া মূল্যে টিভি স্বত্ব বিক্রি করতে পারাটা বিসিবির জন্য একপ্রকার সাফল্যই বলা চলে। তবে প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কারণে, ক্যারিবীয়দের বিপক্ষে টাইগারদের এ সিরিজটি পেয়েছে বাড়তি দর্শকপ্রিয়তা। তাই সম্প্রচার স্বত্বও বিক্রি হলো বেশি দামে।

ব্যান টেককে শুধুমাত্র এই সিরিজের জন্যই দেয়া হয়েছে সম্প্রচার স্বত্ব। এ কথা জানিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘একটা সিরিজের জন্য এ মূল্য পেয়ে আমরা খুশি। নিলামে আরও দুইটি বিডার ছিল, টি স্পোর্টস এবং গাজী টিভি। পুরো নিলামটি ১০ রাউন্ড পর্যন্ত চলেছে।’

এর আগে সবশেষ দীর্ঘমেয়াদে বিসিবির ব্রডকাস্টিং পার্টনার ছিল গাজী টিভি। তারা ২০১৪ সালের মে থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ছিল সম্প্রচারের দায়িত্বে। অন্যদিকে দেশের প্রথম খেলাধুলার চ্যানেল হিসেবে যাত্রা শুরু করা টি স্পোর্টস সম্প্রচার করেছে গত মাসে হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।

আপাতত এক সিরিজের জন্য টিভি স্বত্ব বিক্রি করলেও, আবারও দীর্ঘমেয়াদে এটি করার ইচ্ছা রয়েছে বিসিবির। যেখানে অন্তত ৫ বছরের জন্য কোনো প্রতিষ্ঠানকে টিভি স্বত্ব দেবে বিসিবি। পরবর্তী ব্রডকাস্টিং পার্টনারের সঙ্গে বড় মেয়াদে চুক্তি করার আগে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অপেক্ষায় রয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com