দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় কৃষি ও কৃষকের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) নেতারা।
তারা বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে কৃষি উৎপাদনে রেকর্ড সৃষ্টি হয়েছে। জনসংখ্যার চাপ সামাল দিতে কৃষি উৎপাদন আরও বাড়াতে হবে। এজন্য এ খাতে প্রণোদনা বাড়াতে হবে।
সোমবার (৩১ জানুয়ারি) রাজধানীর হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনে এ আহ্বান জানান তারা। রাজধানীর ফার্মগেটে লায়ন শপিং কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি এম সায়েদুজ্জামান ও মহাসচিব মোয়াজ্জেম হোসেন পলাশ।
অনুষ্ঠানে বিসিপিএ সভাপতি এম সায়েদুজ্জামান বলেন, বিসিপিএ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বাড়াতে দীর্ঘদিন ধরে কাজ করছে। একইসঙ্গে নানা ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার অংশ হিসেবে করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রতি বছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। যা সারাদেশেই পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে সারাদেশে শীতার্ত ১০ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।
মহাসচিব মোয়াজ্জেম হোসেন পলাশ বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সরকারের সঠিক পদক্ষেপের কারণে কৃষি উৎপাদনে দেশে রেকর্ড সৃষ্টি হয়েছে। এর নেপথ্যে ভূমিকা রেখে চলেছে ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন।
কৃষির উন্নয়ন ও কৃষকের ভাগ্য পরিবর্তনে অ্যাসোসিয়েশনের কাজে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম মহাসচিব কৃষিবিদ মারুফুজ্জামান বাবুল, অর্থ সম্পাদক ড. মো. মাহবুবুর রহমান গাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ এস এম খালেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান খান, কৃষিবিদ এস এম রফিকুল ইসলাম, এস এম শরিফুল ইসলাম ও সৈয়দ মঈনুল ইসলাম প্রমুখ।
নদী বন্দর / জিকে