সিডনিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৯৪ রানের লিড নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৩৩৮ রানের জবাবে ২৪৪ রানে অলআউট হয়েছে ভারত।
দ্বিতীয় দিন শেষে ভারতের স্কোরবোর্ডে ছিলে ২ উইকেটে ৯৬ রান। দুই অপরাজিত ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে ও পূজারা তৃতীয় দিনের খেলা শুরু করেন। তবে খুব বেশি দূর এগোতে পারেনি সফরকারীরা। প্যাট কামিন্সদের দুর্দান্ত বোলিং ও নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝিতে তিন ব্যাটসম্যানের রান আউটের কারণে ২৪৪ রানেই থেমে যায় ভারতের ইনিংস।
ওপেনার শুভমান গিল ও চেতশ্বর পূজারা ৫০ রান করে করেন। রবীন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ২৮ রানে। রোহিত শর্মার ব্যাট থেকে আসে ২৬ আর রিশাভ পন্ত করেন ৩৬ রান। এ ছাড়া অধিনায়ক আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ২২ রান।
অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ৪টি ও জশ হ্যাজলউড ২টি উইকেট নেন।
চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ ১-১ এ সমতায় আছে। অ্যাডিলেডে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে একই ব্যবধানে জিতে সমতা ফেরায় ভারত।
নদী বন্দর / পিকে