ইউক্রেনের সেভেরোদোনেতস্কে শহরে চারদিক থেকে প্রবেশের চেষ্টা করেছে রুশ বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই এই তথ্য জানান। রবিবার (২২ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
টেলিগ্রাম পোস্টে হাইদাই লিখেন, রুশ বাহিনীর এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে কিন্তু আবাসিক এলাকায় গোলাবর্ষণ অব্যাহত আছে। তিনি আরও বলেন, শহরের কাছের লিসিচানস্কের সঙ্গে সংযোগকারী একটি সেতু ধ্বংস হয়েছে।
তবে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, গভর্নরের এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধ এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে যুদ্ধ বেড়েছে।
নদী বন্দর/এসএফ