1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
লিটনের পর মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ রাষ্ট্রীয় প্রতিনিধিকে লাঞ্ছিত করা অপ্রত্যাশিত, সরকারের আচরণও সন্দেহজনক ‘একটি গোষ্ঠী ৯ মাস ধরে আমার ওপর ক্ষেপে আছে, তারাই এটি ঘটিয়েছে’ টানা ৮ ঘণ্টা রাজপথে জবি শিক্ষক-শিক্ষার্থীরা, নেই সরকারি সাড়া প্রাথমিকে আসছে বিশাল নিয়োগ  বগুড়ায় জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে হামলায় আহত অন্তত ৭ ৬ ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক আইজিপির সাথে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ সিলেট থেকে মদিনার পথে হজের প্রথম ফ্লাইট সিগন্যাল দেওয়ায় সার্জেন্টের ওপর বাইক তুলে দিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৭৯ বার পঠিত

চট্টগ্রামের পর ঢাকা। দুই টেস্ট সিরিজের দুই ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে জোড়া সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। 

চট্টগ্রামে ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলার মধ্য দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান মুশফিক। 

দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টের সাদা পোশাকে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। 

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলংকার করা ৩৯৭ রানের জবাবে তামিম ইকবাল (১৩৩) ও মুশফিকুর রহিমের (১০৫) জোড়া সেঞ্চুরিতে ৪৬৫ রান করে বাংলাদেশ। 

৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৬০ রান করে ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে শ্রীলংকা। 

সোমবার শুরু হয় ঢাকা টেস্ট। টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ। টাইগার শিবিরে ধস নামান লংকান দুই মিডিয়াম ফাস্ট বোলার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো।

তাদের গতির মুখে পড়ে ৬.৫ ওভারে মাত্র ২৪ রানে একের পর এক সাজঘেরে ফেরেন-মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান।  

সাকিব-তামিম-মুমিনুলদের এমন অসহায় আত্মসমর্পণের পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।  

জাতীয় দলের এই দুই তারকা ব্যাটসম্যানের বাড়তি দায়িত্বশীলতার কারণেই প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ম্যাচে ফিরতে সক্ষম হয়েছে বাংলাদেশ। 

দুজনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৫০ রান। ১২৭ ও ১০১ রানে ব্যাট করছেন লিটন-মুশফিক।

নদী বন্দর/এএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com