ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে সংঘর্ষে ঘটনায় ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ জুয়েলসহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মামলায় ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। শনিবার বাদী নিজেই বিষয়টি জানিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন- ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মো. ইয়াহইয়া, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্যসচিব মো. আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. মেহেদী হাসান রুয়েল, সহসভাপতি মো. রাজিব হোসেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাইদ, সহসভাপতি ইরফান আহমেদ ফাহিম, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ, সহ সভাপতি মাহফুজুর রহমান লিপকন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ নাসির, সহ সভাপতি তরিকুল ইসলাম রানা, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান, সহ সভাপতি মো. দেলোয়ার হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল দেওয়ান ও সহ সভাপতি শামীম পালোয়ান।
মামলার অভিযোগে বাদী বলেন, গত ২৪ মে ছাত্রলীগ কর্মীদের নিয়ে মধুর ক্যান্টিন থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে শহীদুল্লাহ্ হলে ফেরার পথে রড, লাঠিসোঁটাসহ ছাত্রদলের নেতাকর্মীরা হত্যার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক ও জগন্নাথ হলসহ অন্যান্য হলের অনেকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পায়।
নদী বন্দর/এএফ