গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির ওপর হামলা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) সামনে এই ঘটনা ঘটে।
জোনায়েদ সাকি অভিযোগ করেন, ছাত্রলীগের ছেলেরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তার ওপর হামলা চালিয়েছে।
হামলায় আহত অন্যরা হলেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি ও সদস্য সচিব ফরহাদ জামান, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও জসীম উদ্দিন এবং সদস্য কামরুন নাহার ডলি ও ছাত্র ফেডারেশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীল। তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দীন বলেন, জোনায়েদ সাকি সরকারবিরোধী কথাবার্তা বলেন। আমরা তাকে মূল ফটক দিয়ে যেতে বলেছি। কিন্তু তিনি আমাদের কথা না শুনে পূর্ব পাশের গেটের দিকে যান। এরপর তার ওপর হামলা চালায় ছাত্রলীগের ছেলেরা। এতে জোনায়েদ সাকির নাক ফেটে গেছে। এছাড়া আঘাত পেয়েছেন হাতে। তিনি এখন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
নদী বন্দর/এসএফ