1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
২৪ ঘণ্টায় ২৩২ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই - Nadibandar.com
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার কঙ্গোতে পৃথক নৌকাডুবিতে কমপক্ষে ১৯৩ জনের মৃত্যু হাইকমিশনের খালি গাড়িতে আ. লীগ নেতাকর্মীদের ডিম নিক্ষেপ রাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের সময় জানালেন প্রধান নির্বাচন কমিশনার ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০ জাকসু নির্বাচন: ভোট গণনা শেষ করে আজ রাতেই ফলাফল ঘোষণার আশা পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি স্থগিত, কর্মস্থলে ফিরছেন কর্মীরা বাংলাদেশের ক্ষমতায় জামায়াত এলে ভারতকে চিন্তিত হতে হবে: শ্রীংলা সাবেক সচিব কাজী মিরাজের মৃত্যুতে তারেক রহমানের শোক
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৩৪ বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় ২৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত ১৭ মার্চ ২৩৩ জনের করোনাভাইরাস শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তিন মাস পর ফের দুইশ’র বেশি রোগী শনাক্তের খবর এল। 

বুধবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ের মধ্যে কোভিডে কারো মৃত্যু হয়নি। 

গত ২২ মের পর থেকে টানা ১৩ দিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১৬২ জন। একদিনের ব্যবধানে তা দুইশ’ ছাড়াল।

ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ শনাক্তের সংখ্যা একশর নিচে নেমে এসেছিল। গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত  ৫ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৮৬টি নমুনা। তাতে ২৩২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ। 

নতুন শনাক্তের মধ্যে ২১৬ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে নারায়ণগঞ্জে ২ জন, বরিশালে দুইজন, চট্টগ্রামে ৫ জন, কক্সবাজারে ৩ জন, ফরিদপুর, কুমিল্লা, জয়পুরহাট, বগুড়ায় ১ জন কোভিডে আক্রান্ত হওয়ার খবর এসেছে।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ৩ দশমিক ৮৮ শতাংশ হয়েছে, যা আগের দিন ৩ দশমিক ৫৬ শতাংশ ছিল।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জনে। শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৮৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৫০৪ জন। 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com