চলতি উইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। এটা সবাই জেনে গেছে। তিনি নাকি আরো আগেই ছুটি চেয়ে রেখেছিলেন। এবার জানা গেল, আসন্ন জিম্বাবুয়ে সফরেও থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার।
ওই সফরে অবশ্য টেস্ট নেই। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সাকিবের ছুটি নেওয়ার বিষয়টা আজ সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
উইন্ডিজ সফর থেকে ফিরে সপ্তাহখানেক বিশ্রামের পরই জুলাইয়ের শেষে জিম্বাবুয়ে যাবে টাইগাররা। আজ বৃহস্পতিবার নির্বাচকদের সঙ্গে বৈঠক শেষে মিরপুর শের-ই-বাংলায় সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, ‘সিনিয়র খেলোয়াড়ের বেশির ভাগই অ্যাভেইলেবল। তারা সবাই খেলতে চায়। সাকিব যাচ্ছে না, এটা আগেই আমাদের জানিয়েছে। আজ নির্বাচকদের সঙ্গে আমরা বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করেছেন। যে দল এখন আছে, তাদের সবাই থাকছে। ‘
সাকিব ছাড়া বাকি সবাই জিম্বাবুয়ে সফরে যেতে রাজি থাকায় এটিকে দ্বিতীয় সারির দল বলতে রাজি নন জালাল ইউনুস, ‘জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দল যাবে। হয়তো পয়েন্টের খেলা নয়, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ নয়, কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। এ জন্য আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা সেখানে যেন ভালো পারফরম্যান্স করতে পারি। অনেকে বলেছিল, দ্বিতীয় সারির দল। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্তিশালী বাংলাদেশ দল পাঠাতে চাই।
নদী বন্দর/এসএফ