শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সরকারি বাসভবন ঘিরে ফেলেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। দেশটির শীর্ষ প্রতিরক্ষা সূত্রের বরাতে এই খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
বর্তমানে তিনি কোথায় আছেন, তা উল্লেখ করেনি শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র।
তবে জানিয়েছে— তিনি নিরাপদে আছেন।
ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে দায়ী করে তার পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। এই মিছিল সামনে রেখে শুক্রবার রাজধানীতে প্রবেশ করতে শুরু করে হাজার হাজার বিক্ষোভকারী। এরই মধ্যে কলম্বো ও আশেপাশের এলাকায় অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয়।
শ্রীলঙ্কার বেসরকারি সম্প্রচারমাধ্যম সিরাসা টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, এক সময়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত বাড়িটিতে ঢুকে পড়ছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।
পরিস্থিতি শান্ত করতে গিয়ে পুলিশের দুই সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বিক্ষোভ থেকে অন্তত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নদী বন্দর/এসএফ