1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রেকর্ড করে পাকিস্তানের গল টেস্ট জয় - Nadibandar.com
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১০০ বার পঠিত

গলে এর আগে ৩০০ রান তাড়া করে কোন দলই জিততে পারেনি। সে মাঠেই চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে রেকর্ড সৃষ্টি করে জিতল পাকিস্তান। ওপেনার আব্দুল্লাহ শফিকের মহাকাব্যিক সেঞ্চুরিতে রেকর্ড জয় সফরকারিদের। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাবর আজমরা।

ওপেনার আবদুল্লাহ শফিক অপরাজিত ১৬০ রানের কল্যাণে জয়ের আনন্দে ভাসে পাকিস্তান। তাতে ২ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা। 

পাকিস্তান আরও একবার বুঝিয়ে দিলো, কেন তাদের আনপ্রেডিক্টেবল বলা হয়। লঙ্কানদের এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি ছিল ২৬৮ রানের। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রান তাড়া করেছিল স্বাগতিকরা।

সফরকারী দল হিসেবে গলে সব থেকে বেশি রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড আরও কম। ২০২১ সালে শেষ ইনিংসে ১৬৪ রান তুলে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড।

পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ৩৪২ রানের। আবদুল্লাহ শফিকের হার না মানা সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ২২২ রানে চতুর্থ দিন শেষ করে সফরকারীরা।

শেষ দিনে জয়ের জন্য দরকার ছিল ১২০ রান, হাতে ছিল ৭ উইকেট। সকালের সেশনে আবদুল্লাহ-রিজওয়ান জুটি ১৭.১ ওভারে ৭১ রান উপহার দেওয়ায় কাজটা আরও সহজ হয়ে যায় পাকিস্তানের জন্য। 

৭৪ বলে মহামূল্য ৪০ রান করা রিজওয়ান ১০৩.১ ওভারে প্রবাত জয়াসুরিয়ার বলে আউট হয়ে যখন ফিরছিলেন তখন জয় থেকে মাত্র ৬৬ রানের দূরে পাকিস্তান। 

এরপর পাকিস্তান আরও দুই উইকেট হারায়। আগা সালমানের পর হাসান আলীও ফিরে যাওয়ায় পাকিস্তান শিবিরে খানিকটা অনিশ্চয়তা ভর করেছিল বৈকি। জয় থেকে তখন মাত্র ৩৯ রানের দূরে পাকিস্তান, হাতে ৪ উইকেট। 

তবে ওপেনার আবদুল্লাহ শফিক এক প্রান্ত ধরে রাখায় পাকিস্তান ভক্তরা আশাবাদী থাকেন। শেষ পর্যন্ত বৃষ্টি ভাগরা দিলেও ১২৭.২ ওভারে জয়ের রোমাঞ্চে ভাসে পাকিস্তান। 

জয় নিয়ে মাঠ ছাড়েন শফিক-নওয়াজ জুটি।

প্লেয়ার অব দ্য নির্বাচিত হয়েছেন ওপেনার আবদুল্লাহ শফিক।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com