ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর চ ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে পাস করেছেন ২৪১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
চ-ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের মধ্যে ১০০.৫ নম্বর নিয়ে মেধাক্রমে প্রথম স্থান অধিকার করেছেন ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফারিয়া নওশীন আহমেদ আপন। অন্যদিকে, দ্বিতীয় স্থানে আছেন সরকারি গৌরীপুর কলেজের ঐশী রাণী মন্ডল, ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৮.৯৪। আর তৃতীয় হয়েছেন নওয়াবগঞ্জের শাহ নেয়ামতউল্লাহ কলেজের মো. ফরহাদ আলী, তার প্রাপ্ত নম্বর ৯৮.৮৪ নম্বর ।
এর আগে, গত ১৭ জুন চ-ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬ হাজার ১৫৬ জন ভর্তিচ্ছু অংশ নেয়। পরে সেখান থেকে উত্তীর্ণ ১৫০২ জনকে নিয়ে ২ জুলাই অঙ্কন অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ
উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৪ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবে। আর বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২৪ জুলাই থেকে ২৮ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম চারুকলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। কোনো শিক্ষার্থী চাইলে ফলাফল নিরীক্ষণ করতে পারবেন। এর জন্য আগামী ২৪ জুলাই, থেকে ২৮ জুলাই পর্যন্ত চারুকলা অনুষদের ডিন অফিসে নির্ধারিত ফি প্রদান করে আবেদন করা যাবে।
নদী বন্দর/এসএফ