বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে একটি হয়েছে নিয়মিতভাবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বিষয়ে। আরেকটি হয়েছে দুদেশের কূটনীতিকদের দক্ষতা উন্নয়নে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে নিয়মিত যোগাযোগ ও প্রশিক্ষণের ওপর।
রোববার (২৪ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে সফররত কেনিয়ার প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠকের পর এই স্মারক দুটি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং কেনিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও প্রতিনিধিদলের প্রধান মই লেমোশিরা এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।
অনুষ্ঠানে উভয়পক্ষই চলমান সহযোগিতামূলক সম্পর্ক পর্যালোচনা করেন এবং সহযোগিতার আরও সম্ভাব্য খাত নিয়ে আলোচনা করেন।
তারা চুক্তিভিত্তিক চাষসহ কৃষি, আকাশপথে যোগাযোগ, সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, সমুদ্র অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণে একমত পোষণ করেন।
নদী বন্দর/এসএস