পানি উন্নয়ন বোর্ড (পাউবো)- এর অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম) পদে নিয়োগ দেওয়া হয়েছে প্রধান প্রকৌশলী মিজানুর রহমানকে। আজ পানি সম্পদ মন্ত্রনালয় এই নিয়োগ আদেশ জারি করেছেন। পানি সম্পদ উপমন্ত্রী এনামূল হক শামীম বাংলা৭১নিউজ-কে মোবাইলে এ তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘ প্রায় দুই মাস এই পদে কে থাকবেন তা নিয়ে নানা ধরণের গুজ্ঞন ছিল। আজ এই নিয়োগাদেশের মধ্যে দিয়ে এই জটিলতার অবসান হলো।
উল্লেখ্য, জন প্রশাসন মন্ত্রনালয় থেকে মিজানুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া পর পানি সম্পদ মন্ত্রনালয় এই নিয়োগাদেশ অনুমোদন করে ঠিকই, কিন্ত তাকে কোথায় পদায়ন করবেন তার কোন নির্দেশনা বোর্ডের মহাপরিচালকের কাছে পাঠাননি। ফলে চলতি দায়িত্বে থাকা জ্যোতি প্রসাদ ঘোষ অতিরিক্ত মহাপরিচালকের চেয়ারেই রয়ে যান। পানি সম্পদ মন্ত্রনালয় থেকে তাকে অব্যাহতি অর্থাৎ যে স্মারকে তাকে অতিরিক্ত মহাপরিচালক পদের দায়িত্বে দেওয়া হয়েছে, একই ধরণের আরেকটি নির্দেশনার মাধ্যমে তার ওই নিয়োগাদেশ রহিত করা হয়নি। যেহেতু তা করা হয়নি, সেহেতু ওই চেয়ারে জ্যোতি প্রসাদ ঘোষ দায়িত্ব পালন করেছেন। অপরদিকে, পানি সম্পদ মন্ত্রনালয় মিজানুর রহমানকে কোথায় পদায়ন করেন, সেজন্য অপেক্ষা না করেই তিনি অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম) এর পদে স্বপ্রণোদিত হয়ে পদায়ন হওয়ার জন্য এস্যুম (ASSUME) করেন এবং তা পাউবো মহাপরিচালক বরাবর পাঠিয়ে দেন। এ ধরণের এস্যুমকে কেন্দ্র করেও নানা ধরণের প্রচারনা ছিল পাউবোতে।
উল্লেখ্য,এসএসবি’র সভায় ৩ জনকে পদোন্নতি দেওয়ার জন্য জ্যেষ্ঠতার ভিত্তিতে ৬ জনের নাম পাঠানো হয়। পদোন্নতির জন্য পানি সম্পদ মন্ত্রনালয় থেকে যে ৬ জনের নাম পাঠানো হয় তারা হচ্ছেন- ড. জিয়া উদ্দীন বেগ, প্রধান প্রকৌশলী (পুর), বর্তমানে অতিরিক্ত মহাপরিচালকের চলতি দায়িত্বে (পরিকল্পনা) রয়েছেন। জ্যোতি প্রসাদ ঘোষ, প্রধান প্রকৌশলী (পুর), বর্তমানে অতিরিক্ত মহাপরিচালকের চলতি দায়িত্বে (পশ্চিম) রয়েছেন। মো: মাহবুবুর রহমান, প্রধান প্রকৌশলী (পুর), বর্তমানে অতিরিক্ত মহাপরিচলকের চলতি দায়িত্বে (পূর্ব) রয়েছেন। মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী (পুর)। মো: নরুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পুর)। মো: রমজান আলী প্রামানিক, প্রধান প্রকৌশলী (পুর)।
এই ৬ জনের মধ্যে থেকে একটি বিভাগীয় মামলার তথ্যকে কেন্দ্র করে এসএসবি’র বৈঠকে অতিরিক্ত মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা জ্যোতি প্রসাদ ঘোষ এর পদোন্নতি আটকে যায়। আর অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত থাকায় চট্রগ্রামের প্রধান প্রকৌশলী রমজান আলীকেও পদোন্নতি দেওয়া হয়নি। ফলে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান প্রকৌশলী মিজানুর রহমান পদোন্নতি পেয়ে যান। পদোন্নতি পাওয়া অপর দু’জন হচ্ছেন- ড. জিয়া উদ্দীন বেগ ও মো: মাহবুবুর রহমান। গত ২ জুন এসএসবি’র সভায় এই পদোন্নতি দেওয়া হয়। এরপর ৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদোন্নতি অনুমোদন করেন। ১৩ জুন এ ব্যপারে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রায় দেড় মাস পর ৩১ জুলাই রোববার পানি সম্পদ মন্ত্রনালয় এই নিয়োগাদেশ কার্যকর করে। কিন্ত এই নিয়োগাদেশ কার্যকর করলেও তা ছিল অসম্পূর্ন। ফলে অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম) পদে কে থাকবেন তা নিয়ে জটিলতার তৈরি হয়।
নদী বন্দর/এসএস