ঝালকাঠির সব নদ-নদীর পানি তৃতীয় দিনেও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত দুই দিনের চেয়ে আজ পানি বৃদ্ধির পরিমাণ কম।
এদিকে শুক্রবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত জেলার ১৫ টিরও বেশি গ্রাম পানিতে তলিয়ে রয়েছে বলে পাওয়া গেছে।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জানান, জেলার সব নদীর পানি বিপৎসীমার সামান্য উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত দুই দিনের চেয়ে আজ পানি বৃদ্ধির পরিমাণ অনেক কম।
নদী বন্দর/এআরকে