1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
কিম কার্দাশিয়ানের কাছে বড় ব্যবধানে পরাজিত হলেন হিলারি ক্লিনটন - Nadibandar.com
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৮৩ বার পঠিত

হলিউড তারকা কিম কার্দাশিয়ানের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরে গেলেন আমেরিকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিলারি ক্লিনটন। সম্প্রতি একটি ‘আইনি জ্ঞান’ কুইজে অংশ নিয়ে সেই প্রতিযোগিতায় তিনি হেরে যান। আমেরিকার সাবেক রাষ্ট্র সচিব হিলারি এবং চেলসি ক্লিনটনের নতুন ডকুমেন্টারি সিরিজ ‘গুটসি’তে হিলারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন কিম কার্দাশিয়ান। হিলারি একজন সাবেক অনুশীলনকারী আইনজীবী এবং একটি আইন ফার্মের অংশীদার।

আরেক প্রতিযোগী হলিউড তারকা কিম কার্দাশিয়ান নিজেও একজন আইনের ছাত্রী।

নিজের পরাজয়ের পর হিলারি সেই পর্বের প্রিভিউতে বলেছেন, ‘আমি মনে করি কিমের একটি অন্যায্য সুবিধা আছে। তবে কুইজমাস্টার চেলসি এর বিপরীতে যুক্তি দিয়ে বলেছেন, ‘কিম আপনার চেয়ে সম্প্রতি বেশি পড়াশোনা করেছে৷’

মারাত্মক বলপ্রয়োগ, চাঁদাবাজি এবং ডাকাতির মধ্যে পরিবর্তনশীলতা এবং আরও অনেক জরুরি প্রশ্ন নিয়ে অনুষ্ঠিত এই কুইজে কিম কার্দাশিয়ান ১১-৪ এর বড় ব্যবধানে জয়ী হন রাজনৈতিক মোড়ল হিলারির বিরুদ্ধে। kalerkanthoহলিউডের জনপ্রিয় তারকা কিম কার্দাশিয়ান

নিজের হারের ব্যাপারে হিলারি ক্লিনটন বলেন, ‘ওহ, এটা হৃদয়বিদারক ছিল!’ তবে তিনি কিমের জয়ী হবার ব্যাপারে প্রশংসাও করেছেন এবং বলেছেন যে কিম সত্যিই কঠোর পরিশ্রম করেছে।

নিজের বিজয় প্রসঙ্গে কিম বলেন, ‘আমি যখনই আমার ফলাফল খুলেছি তখন আমার বাচ্চারা সেখানে ছিল। তাই তারা আমাকে কাঁদতে দেখেছে। তবে শেষবার তারা আমাকে সুখের কান্না করতে দেখেছিল। ’

এরপর কারাদাশিয়ানের কারাগার সংস্কারের জন্য কাজ করার কারণকে সমর্থন করে চেলসি বলেন, ‘কিম খুব স্ব-সচেতন একজন সেলিব্রিটি যিনি ইতিবাচকভাবে পার্থক্য গড়তে পারেন। তিনি কখনই নেতিবাচক পার্থক্য করতে চান না। তাই তিনি কখন, কোথায়, কীভাবে জড়িত হন সে সম্পর্কে তাঁর বিচক্ষণ এবং চিন্তাশীল হওয়াটা সত্যিই প্রশংসনীয় বিষয়। আমি চাই এই সিরিজের বাইরেও তাকে এই বিষয়ে সাহায্য করতে।

কিম ও হিলারির অংশগ্রহণে ‘গুটসি’র আট নম্বর এই পর্বটি আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপল টিভিতে প্রচারিত হবে।

সূত্র : পিংক ভিলা

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com