অবিরাম বর্ষণ আর উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের হাতীবান্ধার দোয়ানীতে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল, ফসলের মাঠ।
পানির চাপ বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি গেটের সবগুলো। রাস্তাঘাট তলিয়ে নদীর পানি প্রবেশ করছে বাড়িঘরে।
তলিয়ে গেছে আমন ধানসহ সবজির ক্ষেত। দুর্ভোগে তিস্তাপাড়ের মানুষ। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দারা গবাদি পশুপাখি ও আসবাবপত্র নিয়ে নিরাপদে আশ্রয় নিচ্ছেন।
পাহাড়িঢল অব্যাহত থাকায় পানি আরো বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
তবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে জরুরি পরিস্থিতি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডের সব রকম প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
নদী বন্দর/এসএইচ