সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনায় সাবিনা খাতুন, তার মা মমতাজ বেগমসহ পরিবারের সদস্য ও স্থানীয় কোচ প্রয়াত আকবার আলীর স্ত্রী উপস্থিত ছিলেন।
এসময় সাবিনা খাতুনকে এক লাখ টাকা অনুদান দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া সংবর্ধনায় উপস্থিত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাবিনা খাতুনকে ৩ লাখ টাকা সৌজন্য উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন।
সাফ জয়ের পর নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন তার নিজ জেলা সাতক্ষীরায় পৌঁছান শুক্রবার ভোরে। ওইদিন তাকে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। আর শনিবার তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হলো।
সংবর্ধনা পেয়ে খুশি এই কৃতি ফুটবলার। এসময় সাবিনা খাতুন জেলা প্রশাসনের কাছে নারীদের খেলার উপযোগী একটি মাঠ চেয়েছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ন কবির বলেন, সাবিনা খাতুনকে সংবর্ধনা দিতে পেতে আমরা আনন্দিত। আগামীতে জেলা প্রশাসন থেকে সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
নদী বন্দর/এসএইচ