জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘দৈনিক ৪ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং। এতে দেশের মানুষ অসহনীয় কষ্ট করছেন।’
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) নির্বাহী সম্পাদক ও এফবিসিসিআই সদস্য মির্জা শাহাদাৎ হোসেন ও বিএইচআরসির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লা জাপায় যোগদান করেন।
জিএম কাদের বলেন, ‘দেশ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে। টাকার অভাবে জ্বালানি তেল কিনতে পারছে না সরকার। বিশ্ববাজারে গ্যাসের দাম কমেছে। অথচ টাকার অভাবে তাও কিনতে পারছে না তারা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বিদ্যুৎব্যবস্থা সেপ্টেম্বরে থেকে স্বাভাবিক হবে। এখন তারা বলছেন, নভেম্বরে স্বাভাবিক হবে। আসলে কেউ জানে না কখন থেকে বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক হবে।’
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে জাপা নেতাদের ওপর হামলা ও নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে দলের চেয়ারম্যান বলেন, ‘আগামীকাল (বুধবার) গাইবান্ধায় উপ-নির্বাচন। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। মিথ্যা মামলার কারণে তারা ঘরে থাকতে পারছেন না। সরকারের সমর্থকরা বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড করে জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে।’
জিএম কাদের আরও বলেন, ‘গাইবান্ধায় হাজার হাজার বহিরাগত সন্ত্রাসী ভোটারদের হুমকি দিচ্ছে। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা সরকারি দলের আনুকূল্য পেতে ব্যস্ত হয়ে আছেন। দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে।’
দেশে বিরাজনীতিকরণের প্রক্রিয়া চলছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘এভাবে চলতে থাকলে, দেশে আর রাজনীতি, রাজনীতিবিদ ও রাজনৈতিক দল থাকবে না। টবে সাজানো ফুলের বাগানের মতো কিছু দল থাকবে। যেমন- টবের ফুলে সৌরভ থাকে কিন্তু মাটির সঙ্গে সম্পর্ক থাকে না। ঠিক তেমনি মানুষের সঙ্গে সম্পর্ক থাকবে না, এমন দুর্বল কিছু রাজনৈতিক দল থাকবে। তাই জবাবদিহিতাহীন রাষ্ট্র ব্যবস্থা চালু হচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না।’
নদী বন্দর/এসএইচ