দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে মো. মহিউদ্দিন শেখ (৪৬) নামে বাংলাদেশি এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মো. মহিউদ্দিন শেখ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাঁচলদিয়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।
স্থানীয় সময় শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এরই মধ্যে এ ঘটনা সংক্রান্ত সিসিটিভির একটি ফুটেজ সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মহিউদ্দিন শেখ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২৪ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যান মহিউদ্দিন শেখ। সেখানে গিয়ে তিনি পোর্ট এলিজাবেথ শহরে ব্যবসা শুরু করেন। শুক্রবার রাতে হঠাৎ তার মৃত্যুর খবর আসে।
নদীবন্দর/জেএস