দেখতে দেখতে শেষ হয়ে এলো নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের আসর। আজ (শনিবার) ভারত এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামছে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টস জিতেছেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভারতীয় একাদশ
স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমিমাহ রদ্রিগেজ, হারমানপ্রিত কাউর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রাকর, দীপ্তি শর্মা, দায়ালান হেমালথা, স্নেহা রানা, রেনুকা ঠাকুর, রাজেশ্বরী গায়াকদ।
শ্রীলঙ্কা একাদশ
চামারি আতাপাত্তু (অধিনায়ক), হর্ষিতা সামারাবিক্রমা, হাসিনি পেরেরা, নিলাক্ষী ডি সিলভা, কাভিশা দিলহারি, আনুষ্কা সঞ্জিবনী (উইকেটরক্ষক), মালশা শেহানি, ওয়াসি রানাসিংহে, সুগান্দিকা কুমারি, ইনোকা রানাভিরা, আচিনি কুলাসুরিয়া।
নদী বন্দর/এসএম