জয় দিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে গতকাল সোমবার তারা ৯ রানে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডসকে। এবার সামনে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার সিডনিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি।
এই উপলক্ষে আজ হোবার্ট থেকে সিডনি পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচ জিতে সাকিবরা এখন আত্মবিশ্বাসী। যদিও বরাবরের মতো ব্যাটিং ভালো হয়নি। ওপেনিং জুটিতে রান এসেছে ৩০ ম্যাচ পর। তবে বোলাররা দারুণ করেছেন। বিশেষ করে ম্যাচসেরা তাসকিন আহমেদ এবং আরেক পেসার হাসান মাহমুদ।
অন্যদিকে গতকাল বৃষ্টির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচটি পরিত্যক্ত হয়। ম্যাচটা প্রায় জিতেই গিয়েছিল প্রোটিয়ারা। কিন্তু দুঃখজনকভাবেই তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হলো। তাই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পয়েন্ট বাড়িয়ে নিতে নিঃসন্দেহে বাংলাদেশকেই টার্গেট করবে প্রোটিয়ারা। এই চ্যালেঞ্জ টাইগাররা কীভাবে মোকাবেলা করেন, সেটাই দেখার।
নদী বন্দর/এসএইচ