সুপার টুয়েলভ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দিন বিরতি। আগামী বুধবার ৯ নভেম্বর প্রথম সেমিফাইনাল। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড আর ভারত। চলতি আসরে খুব একটা আহামরি ক্রিকেট খেলতে পারেনি ইংল্যান্ড।
আয়ারল্যান্ডের কাছে হারতে হয়েছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তারা বেশ আগ্রাসন দেখিয়েছে। এবার সামনে ভারত। সেমির লড়াইয়ে ভারতকে হারাতে এর চেয়েও বেশি কিছু করার কথা বললেন ইংলিশ পেসার মার্ক উড।
শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে শেষ চারের রাস্তা পাকা করেছে ইংল্যান্ড। সামনে কঠিন লড়াই। সেই লড়াইয়ে নামার আগে মার্ক উড বলেছেন, ‘গত ম্যাচ (শ্রীলঙ্কা) থেকে অ্যাডিলেডের ম্যাচটি ভিন্ন হবে। কারণ, ওখানকার পরিবেশ আলাদা, উইকেট আলাদা। তাই আমাদের আগে থেকে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। দলে ভারসাম্য আনতে হবে। সঠিক একাদশ নির্বাচন করতে হবে। বিশেষ করে বোলিং আক্রমণে যেন দুর্বলতা না থাকে। আমরা কোনো গ্যাপ রাখতে চাই না। খেলায় বৈচিত্র নিয়ে আসতে হবে। ‘
সুপার টুয়েলভের ৫ ম্যাচে একই একাদশ খেলিয়েছে ইংল্যান্ড। কিন্তু সেমিফাইনালে সেটা হয়তো হবে না। দলে একের বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কুঁচকিতে চোট পাওয়া ডেভিড মালান বাদ পড়তে পারেন। তার বদলে সুযোগ পেতে পারেন ফিল সল্ট বা ক্রিস জর্ডান। আরও দুজনের ফর্ম নিয়ে চিন্তা বাড়ছে ইংল্যান্ডের। হ্যারি ব্রুক ও বেন স্টোকস। এখনও পর্যন্ত বিশ্বকাপে ৮.১৬ গড়ে রান করেছেন ব্রুক। অন্য দিকে স্টোকসের ব্যাটেও রানের খরা। চলতি আসরে তার ব্যাটিং গড় মাত্র ৯.৮০!
নদী বন্দর/এসএইচ