চট্টগ্রামে প্রথম টেস্টে সফরকারী ভারতের দেওয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। আজ বিনা উইকেটে ৪২ রান নিয়ে আজ খেলতে নামা বাংলাদেশ লাঞ্চের আগে কোনো উইকেট হারায়নি। তবে লাঞ্চ বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পরই আউট হয়ে গেছেন শান্ত। তাঁকে অনুসরণ করেছেন তিনে নামা ইয়াসির আলী চৌধুরী রাব্বি।
পেসার উমেস যাদবের বলে স্লিপে বিরাট কোহলিকে ক্যাচ দেন শান্ত। কোহলির হাত ফসকে বল বেরিয়ে যাওয়ার পর বাঁ দিকে লাফিয়ে ক্যাচটি ধরেন উইকেটরক্ষক পন্থ। সাজঘরে ফেরার আগে শান্ত খেলেছেন ১৫৬ বলে ৬৭ রানের ইনিংস। কোনো ছক্কা না হাঁকালেও তাঁর ইনিংসে ছিল ৭টি চার। শান্তর বিদায়ের পর উইকেটে আসেন ইয়াসির রাব্বি। প্রথম ইনিংসে মতো এবারো ব্যর্থ হয়েছেন। এবার ফিরেছেন মাত্র ৫ রানে।
অপর প্রান্তে দুর্দান্ত ব্যাটিং অব্যাহত রেখেছেন অভিষিক্ত ব্যাটার জাকির হাসান। রাব্বির বিদায়ের পর উইকেটে এসেছেন লিটন দাস। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৩০ রান। জাকির ৬৪ ও লিটন শূন্য রানে ব্যাট করছেন।
নদী বন্দর/এসএম