বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মাহবুর রহমান। তিনি অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিওন) এর দায়িত্বে রয়েছেন। ২০২৩ এর ১ জানুয়ারি তার আদেশ কার্যকর হবে। একই তারিখে অবসরে যাবেন বর্তমান মহাপরিচালক ফজলুর রশিদ। এছাড়াও অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে আরও তিনজনকে। আজ সোমবার পানি সম্পদ মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অতিরিক্ত মহাপরিচালক পদে যারা পদোন্নতি পেয়েছেন তারা হচ্ছেন- বরিশালের প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার। তার পদোন্নতির আদেশ কার্যকর হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। তাকে অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) এর দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে এই পদে রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। ওইদিন তিনি অবসরে যাবেন।
চট্রগ্রামের প্রধান প্রকৌশলী মো. রমজান আলী প্রামানিক। তার পদোন্নতির আদেশ কার্যকর হবে চলতি বছরের ২৬ ডিসেম্বর। তাকে অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষনা) এর দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে এই পদে রয়েছেন জ্যোতি প্রসাদ ঘোষ। ওইদিন তিনি অবসরে যাবেন।
কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী আবদুল মতিন সরকার। ২০২৩ এর ১ জানুয়ারি তার আদেশ কার্যকর হবে। তাকে অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিওন) এর দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে এই পদে রয়েছেন মাহবুর রহমান। তিনি মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। ওইদিন তিনি পাউবো মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন।
নদী বন্দর/এসএইচ