প্রায় তিন হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ব্যবস্থা করছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০৩০ থেকে ২০৪০ সালের ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েনের লক্ষ্য নিয়েছে দেশটি।
বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে শনিবার টোকিওভিত্তিক সংবাদ সংস্থা কিয়োডো এ তথ্য জানিয়েছে।
কিয়োডো বলছে, জাপান সরকার ২০৩০-এর দশকের প্রথম দিকে দুই হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র স্থাপন করতে চাইছে।
এ ছাড়াও ২০৩৫ সালের মধ্যে উত্তর কোরিয়া এবং চীনের কিছু অংশে পৌঁছতে একটি তিন হাজার কিলোমিটার দূরত্বের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চাইছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মাসে জাপান সবচেয়ে বড় সামরিক বৃদ্ধি উন্মোচন করেছে। দেশটি ৩২০ বিলিয়ন ডলারের পরিকল্পনার অংশ হিসেবে চীনে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র কিনবে এবং টেকসই সংঘাতের জন্য প্রস্তুতি নিবে। আঞ্চলিক উত্তেজনা এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে যুদ্ধের আশঙ্কা তৈরি হওয়ায় এসব পদক্ষেপ নিচ্ছে জাপান।
সূত্র : রয়টার্স
নদী বন্দর/এসএইচ