পতন নিকটে চলে আসায় সরকারি দলের নেতারা উল্টাপাল্টা কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, হামলা চালায় পুলিশ ও সরকারি দলের লোকজন। কিন্তু উল্টো মামলা হয় বিএনপি নেতাকর্মীদের নামে।
তিনি বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই বলেই হামলা-মামলা করছে। পতন নিকটে চলে আসায় সরকারি দলের নেতারা উল্টাপাল্টা কথা বলছেন।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের নেতারা অনেক কথাই বলেন। এর জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। নির্যাতন-নিপীড়ন করে বিএনপির আন্দোলন দমানো যাবে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা নজরুল ইসলাম খান, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, আমানউল্লাহ আমান, সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অনেকেই উপস্থিত ছিলেন।
নদী বন্দর/এসএইচ