আর্মেনিয়ার একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ সেনার মৃত্যু হয়েছে। আহত সাতজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে দেশটির গেঘারকুনিক প্রদেশের আজাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, সেনারা চুলার জ্বালানিতে পেট্রোল ব্যবহারের কারণে আগুনের সূত্রপাত। তবে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এ দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই অঞ্চলের বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের আগস্টে দেশটির রাজধানী ইয়েরেভানের এক জনবহুল বাজারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ১২ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র : এবিসিনিউজ
নদী বন্দর/এসএস