বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের সুখস্মৃতি নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল। তবুও ডার্ক লুইস পদ্ধতিতে ২২ রানে জিতেছিল টাইগাররা। এবার সাকিব বাহিনীর লক্ষ আইরিশদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়।
বুধবার (২৭ মার্চ) দুপুর ২ টায় সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে আগের দিনের মতোই সফরকারী দলের অধিনায়ক পল স্টার্লিং টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।
ইংল্যান্ডের পর আইরিশদের বিপক্ষেও সিরিজ জয়ের লক্ষ্যে আজ একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ দল। তবে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া আইরিশরা তাদের একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। ক্রেইগ ইয়াংয়ের বদলে একাদশে ডাক পেয়েছেন ফিওনেন হ্যান্ড।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটওয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওনেন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।
নদী বন্দর/এসআরকে