স্প্যানিশ লা লিগার শিরোপা বার্সেলোনার হাতেই উঠতে যাচ্ছে, সে বিষয়টা প্রায় পরিস্কার। বিষয়টা এখন পুরোপুরি সময়ের ওপর নির্ভর করছে। অর্থ্যা, লিগ শেষ হওয়ার জন্যই অপেক্ষা। শনিবার রাতে এলচের মাঠে গিয়ে ০-৪ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে ২৭তম লা লিগা শিরোপা আরও নিকটবর্তী হলো বার্সা।
এলচেকে হারিয়ে এরই মধ্যে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৫ পয়েন্টের ব্যবধান গড়ে তুলেছে। যদিও রিয়াল মাদ্রিদ খেলেছে একটি ম্যাচ কম। বার্সা খেলেছে ২৭ ম্যাচ, রিয়াল খেলেছে ২৬ ম্যাচ। আজ রাতেই রিয়াল ভায়াদোয়িদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জিতলে ব্যবধান ১২ পয়েন্টে নেমে আসবে ব্যবধান।
এলচের মাঠে গিয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি। একটি করে গোল করেছেন আনসু ফাতি এবং ফেরান তোরেস। দুর্দান্ত এই জয়ের পর কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। দলের খেলোয়াড়রা অসাধারণ খেলেছে। একটি দলের জন্য এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অগ্রগতি। সত্যিই অসাধারণ এক জয়। খেলোয়াড়দের জন্য আমি গর্বিত।’
টানা তিনটি লিগ ম্যাচে গোল পাননি রবার্ট লেওয়ানডস্কি। তবে তার হতাশা আর বাড়তে দেয়নি এলচে। দুটি গোল উপহার দিয়েছে পোলিশ এই স্ট্রাইকারকে। ২০ মিনিটের মাথায় গোল করে বার্সাকে এগিয়ে দেন তিনি। রোনাল্ড আরাউজোর দারুণ এক হেড থেকে এলচের গোলের সামনে বল পেয়েছিলেন লেওয়ানডস্কি।
প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলের ব্যবধানে। ম্যাচের ৫৫তম মিনিটে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আনসু ফাতি। ফেরান তোরেসের পাস থেকে বল পেয়ে এলচের জালে বল জড়ান ফাতি। গত অক্টোবরের পর এই প্রথম গোলের দেখা পেলেন তিনি।
২-০ গোলে এগিয়ে থেকেও বার্সেলোনার হাইপ্রেসিং ফুটবল চলতে থাকে। যার ফলশ্রুতিতে ৬৫তম মিনিটে আবারও গোলের দেখা পায় তারা। গাবির সেটআপ করা বল থেকেই নিজের দ্বিতীয় গোল করেন লেওয়ানডস্কি। এ নিয়ে লা লিগায় ১৭তম গোল করলেন তিনি।
৭০ মিনিটে এসে ফেরান তোরেস স্কোরশিটে নাম তোলেন। বার্সাকে এগিয়ে দেন ৪-০ গোলের ব্যবধানে। কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘এটা ছিল অসাধারণ যে, রবার্টের (লেওয়ানডস্কি) কাছ থেকে ২টি, আনসু এবং ফেরানের কাছ থেকে ১টি করে গোল এসেছে। ফরোয়ার্ডদের জন্য একটা গ্রেট নাইট ছিল এটা। আমরা দেখিয়েছি যে, আমরা ঐক্যবদ্ধ। যে খেললো আর কে খেললো না, সেটা কোনো ব্যাপার নয়। সবাই নিজের সেরাটা দিতে জানে।’
নদী বন্দর/এসআরকে