মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করছে বিএনপি। এ শোভাযাত্রাকে কেন্দ্র করে ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর প্রথমবার, দীর্ঘ ৪৯ দিন পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে এটি বিজয় দিবসের শোভাযাত্রা হলেও দলটি নিজেদের একদফা দাবির পক্ষে এবং নির্বাচনবিরোধী নানান স্লোগান দিচ্ছেন।
শনিবার বেলা আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়। শান্তিনগর মোড়ে গিয়ে এটি শেষ হবে। সমাবেশে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের ঢাকা ও আশপাশের জেলা, উপজেলার ব্যানারে নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে ।
দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঞ্চালনায় এবং ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এতে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সেখানে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, আইন সম্পাদক কায়সার কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-পল্লী উন্নয়ন বিষয়ক বজলুল করিম চৌধুরী আবেদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ তথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ-প্রচার সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, সাবেক এমপি সৈয়দ আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, সাবেক যুবদল নেতা মোরতাজুল করিম বাদরুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপির এ কর্মসূচি ঘিরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রায়ট কার, জলকামান, প্রিজন ভ্যানও রয়েছে প্রস্তুত।
নদী বন্দর/এসএন