রোহিঙ্গা সঙ্কটের বিষয়ে আরও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে বাংলাদেশের ‘খুব শক্তিশালী’ অংশীদার হিসেবে থাকবে কানাডা। এ সঙ্কটে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে দেশটি।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কানাডার হাইকমিশনার লিলি নিকলস সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, আমরা (বাংলাদেশ ও কানাডা) একসঙ্গে কাজ করবো, যেন এই (রোহিঙ্গা) সমস্যাটির ওপর আন্তর্জাতিকভাবে আরও বেশি আলোকপাত করতে পারি। মিয়ানমারে যে সমস্যাটি রয়েছে, তা যেন তুলে ধরতে পারি।
রোহিঙ্গা শরণার্থীরা যেন তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারে, সেজন্য তিনি দেশটির অভ্যন্তরে একটি অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন তিনি।
এর আগে, তিনি মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয়েই দ্বিপক্ষীয় আলোচনা করেন এবং রোহিঙ্গা সঙ্কট, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন খাত এবং কানাডার ইন্দো-প্যাসিফিক কৌশল-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে মতপ্রকাশের স্বাধীনতা, সুশীল সমাজের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয় বলে জানান লিলি নিকলস।
নদী বন্দর/এবি