1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রেলে লোকসানের দুই কারণ জানালেন মন্ত্রী - Nadibandar.com
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০ বার পঠিত
মন্ত্রী বলেন, ‘দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে রেল লোকসানে রয়েছে। দুর্নীতি ও অব্যবস্থাপনা থেকে উত্তরণের জন্য সরকার কাজ করছে।’

দুটি কারণে রেল খাত লোকসানে রয়েছে উল্লেখ করে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, এ অবস্থা থেকে উত্তরণে কাজ করছে সরকার।

দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে শনিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে রেল লোকসানে রয়েছে। দুর্নীতি ও অব্যবস্থাপনা থেকে উত্তরণের জন্য সরকার কাজ করছে।

‘ইতিমধ্যে এ ব্যাপারে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। রেলকে লাভজনক করে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে।’

রেলের টিকিট কালোবাজারি নিয়ে মন্ত্রী বলেন, ‘রেলের টিকেট কালোবাজারি হয়। ইতিমধ্যে দুটি চক্রকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। টিকিট কালোবাজারির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‘এমনকি কালোবাজারির সাথে জড়িত সহজ ডটকমের কর্মকর্তাদের চাকরিচ্যুতসহ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সহজ ডটকমকে আমরা সতর্ক করে দিয়েছি। আগামী ঈদে রেলের টিকেট কালোবাজারি যাতে না হয়, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাসহ রেলের জনবলের প্রচুর সংকট রয়েছে। এই লোকোমোটিভ কারখানা রেলের ইঞ্জিন মেরামতে অবদান রাখছে। চলতি বছরেই জনবল নিয়োগ প্রদান করে সংকট মোকাবিলার চেষ্টা করা হবে।

‘রেল যাত্রী ও মালামাল পরিবহনের জন্য খুবই নিরাপদ এবং সহজ মাধ্যম। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী রেলকে প্রতিটি জেলায় সম্প্রসারণের নির্দেশনা প্রদান করেছেন।’

নদী বন্দর/এবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com