পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে সন্ত্রাসী হামলায় দুই কর্মকর্তাসহ সাত সেনা নিহত হয়েছে। শনিবার মির আলি এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
আইএসপিআর জানিয়েছে, ছয় সন্ত্রাসীকে নিস্ক্রিয় করা হয়েছে। শনিবার ভোরের দিকে ছয় সন্ত্রাসীর একটি দল উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলীর সাধারণ এলাকায় একটি নিরাপত্তা বাহিনীর পোস্টে হামলা চালায়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সেনারা অনুপ্রবেশের প্রাথমিক প্রচেষ্টাকে ব্যর্থ করার সাথে সাথে সন্ত্রাসীরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি পোস্টে ঢুকিয়ে দেয়। এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে, যার ফলে একটি ভবনের একটি অংশ ধসে পড়ে এবং পাঁচজন নিহত (শহীদ) হয়।’
সামরিক বাহিনীর গণমাধ্যম শাখাটি জানিয়েছে, ওই এলাকায় পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছে সেনারা। আর কোনো সন্ত্রাসী ওই এলাকায় যেন লুকিয়ে থাকতে না পারে সেজন্য এই অভিযান চালানো হচ্ছে।
নদী বন্দর/এসএইচবি