1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
’বিবিসিকে জরিমানা করল ভারত’ - Nadibandar.com
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ পাসপোর্ট ও ভিসা উইং কর্মকর্তাদের সেবার মনোবৃত্তি নিয়ে কাজ করার আহ্বান ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে পেট্রোল পাম্পের আগুন এবার শেখ হাসিনা ও ইনুর কল রেকর্ড ফাঁস মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিস কীসের ভিত্তিতে গ্রেফতার রিকশাচালক, ব্যাখ্যা দিতে হবে ধানমন্ডির ওসিকে সাগর উত্তাল, ঘাটে ফিরছে সব মাছ ধরা ট্রলার যুগপৎ আন্দোলনকারীদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি ১৭ দিনে এসেছে সাড়ে ১৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোন বিকল্প নেই: তারেক রহমান
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬ বার পঠিত

বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিবিসিকে জরিমানা করেছে ভারতের আর্থিক অপরাধ দমন সংস্থা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে হিন্দুস্তান টাইমস এ কথা জানিয়েছে।

ওই কর্মকর্তা জানিয়েছেন, ১৯৯৯ সালের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন লঙ্ঘনের দায়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়াকে ৩ লাখ ১৪ হাজার ৫১০ পাউন্ড (৩ লাখ ৯৭ হাজার ৯৮০ ডলার) জরিমানা করেছে।

বিবিসি ইন্ডিয়ার তিন পরিচালক জাইলস অ্যান্টনি হান্ট, ইন্দু শেখর সিনহা এবং পল মাইকেল গিবনসকে ১ লাখ ৪ হাজার ৮৩৬ পাউন্ড করে এই জরিমানা করা হয়।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিলে তদন্ত শুরুর পর দিল্লি ও মুম্বইয়ে বিবিসির অফিসে তল্লাশি করেছিল ইডি। আর্থিক অস্বচ্ছতা সংশ্লিষ্ট সন্দেহের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়।

বিবিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো আদেশ পাওয়ার পর আমরা তা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করব এবং পরবর্তী পদক্ষেপগুলো যথাযথভাবে বিবেচনা করব।

মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীর গুজরাট দাঙ্গা মোকাবেলা নিয়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিবিসি একটি ডকুমেন্টারি প্রকাশ করে। এটি প্রকাশ করার পররপই বিবিসিকে নিয়ে তদন্ত শুরু হয় ভারতে।

পরে ভারত সরকার বিবিসির তথ্যচিত্রটিকে ‘অপপ্রচার’ আখ্যা দেয় এবং বিবিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ডকুমেন্টারিটি নিষিদ্ধ করে।

২০০২ সালের ফেব্রুয়ারিতে একটি ট্রেনে আগুন লাগলে ৫৯ জন হিন্দু তীর্থযাত্রী মারা যায়। যার ফলে গুজরাট রাজ্যে মারাত্মক সহিংসতা ছড়িয়ে পড়ে। সহিংস এই দাঙ্গায় এক হাজারেরও বেশি লোক প্রাণ হারায় এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তার প্রশাসনের বিরুদ্ধে নৃশংসতায় সহযোগিতা এবং অপর্যাপ্ত পদক্ষেপের অভিযোগ আনা হয়।

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com