চোখের অস্ত্রোপচারের উদ্দেশ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১২ মে) রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে যান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের মহাসচিবের সঙ্গে তার স্ত্রীও রয়েছেন।
ঢাকার ইউনাইটেড হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শে এ চিকিৎসা ভ্রমণ করা হয়েছে বলে জানান শায়রুল কবির। ব্যাংককে অবস্থিত রুটনিন আই হাসপাতালে তার চোখের প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন সম্পন্ন হবে বলে জানা গেছে।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
চোখের সমস্যা দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছিল বিএনপি মহাসচিবকে। সম্প্রতি তা বাড়তে থাকায় উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
নদীবন্দর/জেএস