আগামী রবিবার (১৮ মে) ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) পৃথক পৃথক দুইটি সেমিফাইনালে জয় পেয়ে শিরোপা নির্ধারণী ফাইনালে জায়গা করে নেই এই দুই দল।
সেমিফাইনালে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারিয়েছে নেপালকে। শুরু থেকেই লড়াকু মনোভাব দেখিয়েছে দুই দল। বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনের কৌশলগত প্রস্তুতিই জয়ের পথ সুগম করেছে বলে মনে করছেন অনেকেই। ম্যাচ শেষে তিনি জানান,‘নেপাল ও ভারতের ম্যাচ বিশ্লেষণ করে আমরা পরিকল্পনা করেছিলাম। মাঠে ছেলেরা দারুণভাবে সেটা বাস্তবায়ন করেছে।’
অন্যদিকে, ভারতের সামনে দাঁড়াতে পারেনি মালদ্বীপ। ৩-০ গোলের সহজ জয়ে ফাইনালে ওঠে স্বাগতিকরা। প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় ভারত। দ্বিতীয়ার্ধে মালদ্বীপ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আরেকটি গোল হজম করে। বৃষ্টিভেজা দ্বিতীয়ার্ধেও ভারতের দাপট ছিল অটুট।
বাংলাদেশের কোচ ছোটন শুরু থেকেই ভারতের বিপক্ষে ফাইনালের সম্ভাবনার কথা বলেছিলেন। তার ভাষায়,‘সাফ ফুটবলে ভারত সবসময় শক্ত প্রতিপক্ষ। অরুণাচলের ফুটবলপ্রেমীরা বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ফাইনাল উপভোগ করবে বলে আশা করি।’
পরিকল্পিত প্রস্তুতিতে উজ্জীবিত বাংলাদেশ দল এখন শিরোপার স্বপ্নে ফাইনালে নামবে মাঠে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই শুধু ট্রফির জন্য নয়, মর্যাদার জন্যও। অরুণাচলে জমজমাট ফাইনালের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
নদীবন্দর/জেএস