বাংলাদেশের ক্রিকেটে আরেকটি হতাশাজনক অধ্যায় যোগ হলো। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেছে টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ অনিশ্চয়তায় পড়ায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নির্ধারিত দুই ম্যাচের বাইরে অতিরিক্ত একটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই অতিরিক্ত ম্যাচই হয়ে দাঁড়ালো সিরিজ ভাগ্য নির্ধারণে।
বুধবার অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮৪ রানে ৮ উইকেট হারায়। তবে আফিফ হোসেন ও তাসকিন আহমেদের দৃঢ়তায় দলটি শেষ পর্যন্ত ১৬২ রানে পৌঁছায়।
কিন্তু বোলাররা এই স্কোর রক্ষা করতে ব্যর্থ হন। ৭ উইকেট আর ৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আমিরাত।
প্রথম ম্যাচে হারের পর পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।
এটি টেস্ট স্ট্যাটাসধারী কোনো দেশের বিপক্ষে আমিরাতের দ্বিতীয় সিরিজ জয়। এর আগে তারা আয়ারল্যান্ডকে হারিয়েছিল। অন্যদিকে, এটি দ্বিতীয়বারের মতো সহযোগী সদস্য কোনো দলের কাছে সিরিজ হারলো বাংলাদেশ। গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রের কাছে হেরে এমন দুঃস্মৃতি তৈরি হয়েছিল প্রথমবার।
নদীবন্দর/এএস