একের পর এক ইনজুরিতে টালমাটাল অবস্থা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের। অধিনায়ক সার্জিও রামোস থেকে শুরু করে এডেন হ্যাজার্ড, ফেডে ভালভার্দেসহ অন্তত ৮ জন খেলোয়াড় নেই দলের সঙ্গে। কার্ডজনিত নিষেধাজ্ঞায় সবশেষ ম্যাচ খেলতে পারেননি মিডফিল্ডার টনি ক্রুসও।
যার ফলে একাদশ সাজানোর জন্য নিয়মিত খেলোয়াড়দের মধ্যে মাত্র ১২ জনকে পান রিয়াল কোচ জিনেদিন জিদান। আর এ দল নিয়েই গেটাফের বিপক্ষে বাজিমাত করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। যার সুবাদে তারা বার্সেলোনাকে টপকে উঠে গেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
মঙ্গলবার রাতে নিজেদের মাঠে খেলা ম্যাচটিতে গেটাফেকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ছন্নছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে করিম বেনজেমা ও ফারল্যান্ড মেন্ডির গোলে জয় পেয়েছে অল হোয়াইটসরা। লিগে চলতি বছর এ প্রথম টানা দুই জয় পেল তারা।
আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে পুরো ম্যাচে একটিবারের জন্যও রিয়ালের জালের উদ্দেশ্যে শট নিতে পারেনি গেটাফে। অন্যদিকে বারবার চেষ্টার পরেও প্রথমার্ধে গোলের ঠিকানা খুঁজে নিতে পারেনি রিয়াল মাদ্রিদ। বল দখলে আধিপত্য রাখলেও আক্রমণে ছিল না তেজ।
দ্বিতীয়ার্ধে ফিরে ১৫ মিনিট পর প্রথম গোলটি করেন বেনজেমা। ডানদিক থেকে আসা ভিনিসিয়াস জুনিয়রের ক্রসে লাফিয়ে উঠে হেড করে ম্যাচের প্রথম গোল করেন ফরাসি স্ট্রাইকার। এর আগে অবশ্য অন্তত এক জোড়া সুযোগ হাতছাড়া করেছেন তিনি। এছাড়া ক্যাসেমিরোও কাজে লাগাতে পারেননি একাধিক সুযোগ।
প্রথম গোলের পর ব্যবধান বাড়াতে আবার খুব একটা সময় নেয়নি রিয়াল। মাত্র ৬ মিনিটের মধ্যে স্কোরশিটে নাম তোলেন মেন্ডি। ম্যাচে মিডফিল্ডার হয়ে খেলা মার্সেলোর ছয় গজ বক্সে বাড়ানো ক্রসে টোকা দিয়ে বল জালে জড়ান মেন্ডি। চলতি আসরে মার্সেলোর এটি প্রথম অ্যাসিস্ট ও মেন্ডির প্রথম গোল।
এ জয়ের পর এখন ২২ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সবার ওপরে অ্যাটলেটিকো মাদ্রিদ।
নদী বন্দর / পিকে