বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন কক্সবাজারে চলমান বিমানবন্দর উন্নয়ন প্রকল্প ও পর্যটন সুবিধাদি প্রবর্তন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি।
পরিদর্শন শেষে তিনি বলেন, ‘উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি সন্তোষজনক। আশা করি, নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পসমূহের কাজ শেষ হবে।’
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এদিন প্রতিমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প, খুরুশকুলে শেখ হাসিনা টাওয়ারসহ পর্যটন সুবিধা প্রবর্তন প্রকল্পের স্থান ও কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেল পরিদর্শন করেন।
উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ উপস্থিত ছিলেন।
নদী বন্দর / জিকে