মাত্র পাঁচ মাসের ব্যবধানে ফের পশ্চিমবঙ্গের নদীতে ডুবে গেল বাংলাদেশি কার্গো জাহাজ। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী নামখানা ব্লক এলাকার মুড়িগঙ্গা নদীতে জাহাজটি ডুবে গেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জাহাজটির তলদেশ ফেটে পানি ঢুকতে শুরু করে এবং শুক্রবার (১৮ জুলাই) সকালে জোয়ারের সময় পানিতে তলিয়ে যায় জাহাজটি।
পশ্চিমবঙ্গের পোর্ট ট্রাস্ট অথরিটি জানিয়েছে, ‘এমভি সোহান মালতি’ নামের বার্জটি পশ্চিমবঙ্গের বজবজ পাওয়ার প্লান্ট থেকে ছাই (ফ্লাই অ্যাশ) নিয়ে ফিরছিল। বৃহস্পতিবার বিকেল নাগাদ পানি ঢুকে বার্জটি দুলতে থাকে। পরে শুক্রবার সকালে বার্জটি প্রায় পুরোটা ডুবে যায়। জাহাজটিতে ৮ জন নাবিক ছিলেন। তাদের স্থানীয় মৎস্যজীবী ও উপকূল রক্ষী বাহিনী উদ্ধার করে। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর বাংলাদেশি নাবিকরা ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন। ইতিমধ্যেই জাহাজটির বাংলাদেশি মালিকপক্ষকে ঘটনা সম্পর্কে অবগত করা হয়েছে।
পোর্ট ট্রাস্ট সূত্র জানিয়েছে, এই নাবিকদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। অন্যদিকে পণ্যবাহী জাহাজ চলাচলের ব্যস্ততম এই রুট থেকে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের বিষয়ে মালিকপক্ষের সঙ্গেও আলোচনা চলছে।
এর আগে, গত ফেব্রুয়ারি মাসে মাত্র সাত দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গের হুগলি নদীতে ডুবে যায় দুটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ।
নদীবন্দর/ইপিটি