যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। উড়োজাহাজ সংকটের কারণে ঢাকা-কুয়েত ও ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের দুটি ফ্লাইট বাতিল করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর।
তিনি জানান, বাতিল হওয়া কুয়েত ও দুবাই ফ্লাইট দুটি আগামীকাল বুধবার পরিচালিত হবে। নতুন সূচি যাত্রীদের জানিয়ে দেয়া হবে।
উড়োজাহাজের সংকটে বিকেল ৩টা ৪৫ মিনিটের ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ ফ্লাইট এবং বিকেল ৫টা ৫ মিনিটের ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইট দুটি বাতিল করতে হয়েছে। এই দুটি ফ্লাইট আগামীকাল যাবে।
জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন করছে, আবার কোনোটি গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। এ অবস্থায় উড়োজাহাজ সংকটের কারণে কুয়েত ও দুবাই রুটের ফ্লাইট দুটি পরিচালনা করা সম্ভব হয়নি।
এর আগে গত রোববার রোমে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিমানের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ গ্রাউন্ডেড হয়। গত এক মাসে উড়াল দেওয়ার আগে-পরে বিমানের অন্তত ৯টি উড়োজাহাজে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে।
নদীবন্দর/এএস