ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক এবং খ্যাতনামা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এবার নতুন ভূমিকায় হাজির হচ্ছেন। ক্রিকেটার হিসেবে এবং প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের পর এবার কোচিংয়ে নাম লিখিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএ টোয়েন্টির দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হয়েছেন সৌরভ। এর মাধ্যমে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচের আসনে দেখা যাবে তাকে।
গাঙ্গুলি আসছেন জনাথন ট্রটের স্থলাভিষিক্ত হয়ে। গত বছর থেকে প্রিটোরিয়া ক্যাপিটালসের মূল প্রতিষ্ঠান জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই এবার কোচিংয়ের গুরুদায়িত্ব সামলাবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় প্রিটোরিয়া ক্যাপিটালস লিখেছে, কলকাতার মহারাজ ক্যাপিটালস ক্যাম্পে রাজকীয় সুবাস নিয়ে হাজির হচ্ছেন। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, সৌরভ গাঙ্গুলি হচ্ছেন আমাদের নতুন হেড কোচ। সেঞ্চুরিয়ান অপেক্ষায় রয়েছে।
যদিও এর আগে কোনো দলের কোচিং করেননি গাঙ্গুলি। তবে আইপিএলে দুই দফায় দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে এসএ টোয়েন্টির নতুন আসর। তার আগে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। কোচ হিসেবে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন গাঙ্গুলি। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই নতুন কোচকে ঘিরে উচ্চাশা প্রকাশ করেছে প্রিটোরিয়া ক্যাপিটালস।
নদীবন্দর/জেএস