সাবেক সচিব কাজী মিরাজ হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) এভারকেয়ার হাসপাতালে সকাল ৯ টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মরহুমের নামাজের জানাজা শুক্রবার গুলশান ২ নম্বর সোসাইটি মসজিদে বাদ জুম্মা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর গ্রামের বাড়িতে নামাজের জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করার কথা রয়েছে।
কাজী মিরাজ হোসেনের মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
আরেক শোক বার্তায় অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপার্সন-এর একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার শোক ও সমবেদনা জানিয়েছেন।
কাজী মিরাজ হোসেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র গুলশান কার্যালয়ে দীর্ঘদিন কাজ করেছেন।
নদীবন্দর/জেএস