ইউরোপের দেশ স্লোভাকিয়ার পূর্বাঞ্চলে দ্রুতগামী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৮০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুই ট্রেনের সংঘর্ষের এই ঘটনায় একটি ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগ ও পুলিশের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে রয়টার্স।
তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির কোনও তথ্য পাওয়া যায়নি। পুলিশ বলেছে, স্লোভাকিয়ার পূর্বাঞ্চলীয় প্রধান শহর কোসিচ থেকে প্রায় ৫৫ কিলোমিটার পশ্চিমের জাব্লোনোভ নাদ টুরনৌ গ্রামের কাছে একটি সুড়ঙ্গের সামনে ওই দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে।
দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগ বলেছে, আহতদের মধ্যে ১০ জন গুরুতর, ১৬ জন মাঝারি থেকে গুরুতর ও ৫০ জন হালকা আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট করা দেশটির পুলিশের এক ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া লাইনচ্যুত একটি লোকোমোটিভ ও একটি বগি পাহাড়ের ঢালে উল্টে পড়ে আছে।
স্থানীয় সময় সোমবার সকাল ১০টার পরপরই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে, দুর্ঘটনার কবলে পড়া দুই ট্রেনে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন।
স্লোভাক রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, ট্রেন দুটি এমন স্থানে সংঘর্ষের শিকার হয়েছে, যেখানে মুখোমুখি দুটি রেললাইন অতিক্রম করে একটি লাইনে মিশে গেছে।
এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
নদীবন্দর/এএস