ভোলার তজুমদ্দিন উপজেলায় সাইক্লোন শেল্টারের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
জানা গেছে, তজুমদ্দিন উপজেলার চাচঁড়া ইউনিয়নের দক্ষিণ চাঁচড়া গ্রামের সাইক্লোন শেল্টারের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন ওই তিন শ্রমিক। সেখানেই অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়।
নদী বন্দর / জিকে