1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
এক চার্জেই ১৫০ কিলোমিটার চলবে যে ই-বাইক - Nadibandar.com
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪৫৬ বার পঠিত

বিশ্বজুড়ে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। এর কারণে পাল্লা দিয়ে বাড়ছে বিকল্প জ্বালানির যানের চাহিদাও। এরই ধারাবাহিকতায় ভারতেও লঞ্চ হচ্ছে একের পর এক ই-যান। এবার ই-বাইক আনল গোয়ার স্টার্টআপ সংস্থা কবীরা মোবিলিটি।

KM 3000 ও KM 4000 নামে দুটি বাইক বাজারে এনেছে কবীরা মোবালিটি। সংস্থার দাবি, একবার চার্জ দিলে ১৫০ কিলোমিটার চলে এই ই-যান।

jagonews24

Kabira KM 400 নর্মাল ও স্পোর্টস রাইডিংয়ে চলে। কোম্পানির দাবি, স্পোর্টস মোডে একবার চার্জে ৯০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ গতি ১২০ কিলোমিটার। আরও একটা বিষয়, ৩.৩ সেকেন্ডে এই বাইক ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছতে সক্ষম।

দু’ধরনের চার্জের ব্যবস্থা রয়েছে। E Mode-এ বাইক ফুল চার্জ হতে সময় লাগবে ৬ ঘণ্টা ৩০ মিনিট। আর একটি Boost Mode। এতে ৫০ মিনিটে ৮০ শতাংশ চার্জ হবে ব্যাটারির। ইউনিভার্সাল টাইপ ২ চার্জারে চার্জ করা যাবে।

jagonews24

দুটি বাইকে ব্যবহৃত হয়েছে লিথিয়ম আয়ন (LFP) ব্যাটারি। KM 3000-র দাম ১,২৬,৯৯০ টাকা। KM 4000-র দাম ১,৩৬,৯৯০ টাকা।

ই-বাইকটির লুকও ভীষণ সুন্দর। কোম্পানির দাবি, লঞ্চিং হওয়ার পর ৪ দিনে ৫ হাজার বুকিং হয়ে গিয়েছে।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com