হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩৩টি ফ্লাইটে ৪ হাজার ১৯১ জন যাত্রী দেশে ফিরে এসেছেন। তাদের মধ্যে তিনটি ফ্লাইটের ৩৩ জন যাত্রীকে আবাসিক হোটেলে সাত দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অবশিষ্ট ৪ হাজার ১৫৮ জন যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
সোমবার (১৫ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যে ৩৩ জনকে আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাদের মধ্যে ইকে-৫৮২ ফ্লাইটের দুইজন, কিউআর-৬৪০ ফ্লাইটের ১৫ জন ও কিউআর-৬৩৮ ফ্লাইটের ১৬ জন যাত্রী রয়েছেন। তাদের সবাই যুক্তরাজ্যফেরত যাত্রী।
গত বছরের ১ ডিসেম্বর থেকে ১৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত যুক্তরাজ্যফেরত মোট ২ হাজার ৮৫১ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। দেশে গত বছরের ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আগত সর্বমোট ২৪ হাজার ৬২৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়।
নদী বন্দর / এমকে