১৫ মার্চ কৃষক হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে সোমবার দুপুরে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এড. দীপক ধর গুপ্ত, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুস শহীদ সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে খালেদা-নিজামী জোট সরকারের শাসনামলে ন্যায্যমূল্যে সার চাওয়ায় পুলিশের গুলিতে ১৮ জন কৃষক নিহত হওয়ায় প্রতি বছর কৃষকলীগ ১৫ মার্চ কৃষক হত্যা দিবস হিসেবে পালন করে আসছে।
নদী বন্দর / জিকে