সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের লক্ষ্মীদাড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সোমবার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে বিজিবি সদস্যরা ১৫টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে। আটককৃতের নাম হাফিজুল ইসলাম (৪৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামের সামছুদ্দিন গাজীর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি’র ভোমরা বিওপি কমান্ডার নায়েক ওয়াহিদ হোসেনের নেতৃত্বে সকাল ৭টার দিকে একটি টহল দল সদর উপজেলার ভোমরা স্থলবন্দরের লক্ষিদাড়ি সীমান্তের উত্তর পাড়া বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে হাফিজুলকে আটক করে।
আটকের পর বিজিবি সদস্যরা তার দেহ তল্লাশী করে একটি প্যাকেটে রক্ষিত থাকা ১৫টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ৭৪৯ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ২২ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নদী বন্দর / জিকে